
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ মার্চ, শনিবার অনুষ্ঠিত হয় এক ইফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল।
বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বক্তারপুর স্কুল মাঠে ৮ মার্চ, শনিবার অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খালেকুজ্জামান বাবলু জোর দিয়ে বলেন, নেতার পাশে ছবি তুলে বিএনপি বনে যাবেন! সেই সুযোগ নেই। কারণ বিগত ১৬ বছরে আপনার কি কর্মকান্ড সেটার মূল্যায়ন করা হবে। বিএনপিতে কোন গুপ্তঘাতকের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, যারা রূপ বদলায়, তাদের স্থান বিএনপিতে হবে না।
সভাপতি রফিজুল ইসলাম দর্জি তার বক্তব্যে বলেন, সময় এসেছে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে বিএনপির পতাকা তলে সবাইকে সমবেত হতে হবে। কোন ভাবেই বন্ধুবেশী শত্রুর সাথে মোলাকাত করা যাবে না। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ বলেন, যারা বিএনপির দুর্দিনে দলের সাথে প্রতারণা করেছে, নেতা কর্মীদের হয়রানি করছে, তাদের কোন ভাবেই মাফ করা হবে না। একে একে তাদের কর্মের হিসাব করা হবে।

সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু বলেন, সময় এসেছে দুর্দিনে প্রকৃত নেতা কর্মীদের কাছে টেনে নেওয়ার। কারণ দুর্দিনের প্রকৃত কর্মীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিলন ভাইয়ের পক্ষে জনগণের দ্বারে দ্বারে ভোট চাইবে। বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান মাকসুদ তার বক্তব্যে বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে জননেতা একেএম ফজলুল হক মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।
এছাড়া ইফতার পূর্ব উক্ত আলোচনায় বক্তারা আরো বলেন, গাজীপুর-৫ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুযোগ্য নেতৃত্বে গুপ্ত ঘাতকবিহীন বিএনপি গড়ে তোলার কোন বিকল্প নেই।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মনির উদ্দিন পাঠান মিঠু, নসা মিয়া, কাজী মাহবুব হাসান সবুজ, আবু নাঈম, খোরশেদ আলম কাজল, রুস্তম আলী, নাজমুল হক বিপ্লব, আমিনুল মেম্বার, মামুনুর রশিদ, লিয়াকত হোসেন, আওলাদ হোসেন, যুবনেতা মাসুম মোড়ল, নয়ন ভূইয়া, ছাত্রনেতা হাবীবুর রহমান হাবীব প্রমুখ।










































