মেসির গোলে স্লাভিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়

লিওনেল মেসির আরেকটি রেকর্ডে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
প্রাহার সিনোবো স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটেই গোলরক্ষক ওনড্রে কোলারকে বাম পায়ের লো শটে পরাস্ত করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। আর এই গোলের সাথে সাথে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে অন্তত একটি গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ৩২ বছর বয়সী মেসি মধ্যমাঠে পিটার সেভেচিককে বোকা বানিয়ে স্লাভিয়া বক্সের ভিতর ঢুকে আর্থারের সাথে বল আদান প্রদান করে ওনড্রেকে পরাস্ত করেন। ৫৭ মিনিটে লুইস সুয়ারেজের পোস্টের কাছের থেকে জোড়ালো শট স্লাভিয়া উইঙ্গার পিটার ওলায়িঙ্কার পায়ে লেগে আত্মঘাতি গোলে পরিণত হলে বার্সার জয় নিশ্চিত হয়। ইউরোপীয়ান আসরে চার বছরের মধ্যে প্রথমবারের মত গোল করা থেকে অবশ্য বঞ্চিত হয়েছেন সুয়ারেজ। এর আগে অবশ্য বিরতির পাঁচ মিনিট পর লেফট-ব্যাক ইয়ান বোরিলের গোলে সমতায় ফিরেছিল স্লাভিয়া। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার টানা ষষ্ঠ জয় নিশ্চিত হলো।
তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষে রয়েছে কাতালান জায়ান্টরা। এই জয়ে তারা ইন্টার মিলানের থেকে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ইন্টারও অবশ্য জয়ের ধারায় ফিরেছে। এক পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তলানিতে রয়েছে স্লাভিয়া।
ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘ম্যাচের ফলাফল আরো ভাল হতে পারতো। কিন্তু স্লাভিয়া বেশ ঝুঁকি নিয়ে খেলেছে, সে কারণেই তারা ভাল খেলেছে। আমরা বাধ্য হয়েই কিছুটা রক্ষনাত্মক হয়ে পড়েছিলাম। ম্যাচের শুরুটা ভাল হয়েছিল, পুরো ম্যাচে আমরাই আধিপত্য দেখিয়েছি। কিন্তু একইসাথে বেশ কিছু বলও হারিয়েছি। আমাদের জন্য তারা সত্যিকার অর্থেই ম্যাচটি কঠিন করে তুলেছিল। কারন যখনই তারা পেরে উঠছিল না তখনই তাদের আক্রমনের ধার বেড়েছে। গ্রুপের শীর্ষস্থানে আমরা রয়েছি এবং পরবর্তী দুটি ম্যাচ আমরা ঘরের মাঠে খেলবো। তারা আমাদেরকে দেখিয়েছে আমরা কোথায় আছি।’
মেসির রেকর্ড প্রসঙ্গে ভালভার্দে বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই একটি দুর্দান্ত রেকর্ড। আশা করছি সে এই ধারাবাহিকতা বজায় রাখবে।’
দ্বিতীয় গোলটিতে স্লাভিয়ার দুর্ভাগ্যের বিষয়টি স্বীকার করে কোচ জিনড্রিচ ট্রিপোভস্কি বলেছেন, ‘এই ধরনের গোল সত্যিই লজ্জার।’
গত সপ্তাহের এইবারের বিপক্ষে লা লিগায় ৩-০ গোলের জয়ের ম্যাচটি থেকে দুটি পরিবর্তন করে ভালভার্দে দল সাজিয়েছিলেন। হাঁটুর ইনজুরিতে ভোগা স্যামুয়েল উমতিতি ও সার্জি রবার্তোর স্থানে তিনি দলে ডেকেছিলেন নেলসন সেমেডো ও জেরার্ড পিকেকে। বোরিলের পাস থেকে ২০ মিনিটে স্লাভিয়ার হয়ে জারোস্লাভ জেলেনি প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু ডাইভিং গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের পায়ে লেগে তা ফেরত আসে। অন্যদিকে মেসির কার্লিং ফ্রি-কিক স্লাভিয়ার বক্সের ভিতর পড়লেও ক্লেমেন্ট লেঙ্গেল্ট কাজে লাগাতে পারেননি। মিনিট খানেক পর সুয়ারেজের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। মেসির দারুন একটি পাস থেকে সুয়ারেজের ও পরে ফ্রেংকি ডি জংয়ের শক্তিশালী শট রুখে দেন কোলার। বিরতির ঠিক আগে স্লাভিয়া তৃতীয় সুযোগটি নষ্ট করে।
বিরতির পর স্লাভিয়া মিডফিল্ডার নিকোলে স্টানচি অল্পের জন্য সমতা ফেরাতে পারেননি। অধিনায়ক টমাস সুচেকের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে জলে যায়। পরে মেসির দুটি শট কোলার রুখে দেন।