দক্ষিণখানে ধীরগতি’র সড়ক উন্নয়নে ক্ষতিগ্রস্থ স্থানীয়রা

দক্ষিণখানের রাস্তা উন্নয়ন

মু.আসাদুজ্জামান,ঢাকা: রাজধানীর দক্ষিণখানে সড়ক উন্নয়ন প্রকল্পে ধীরগতির কার্যক্রমে অর্থনৈতিক ক্ষতিতে স্থানীয় ব্যবসায়ী, বাড়িওয়ালা সহ সাধারণ জনগণ। দক্ষিণখান এলাকায় রাস্তা উন্নয়ন প্রকল্পের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে, যা স্থানীয় ব্যবসায়ী , বাড়িওয়ালা সহ সকল স্তরের জনগণের জন্য বড় ধরনের সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে চলমান এই প্রকল্পের কাজের অগ্রগতি খুবই মন্থর, ফলে এলাকাবাসী প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন।

 

এদিকে মজিবর মার্কেট, গন কবরস্থান, দেওয়ান পাড়া, টিআইসি ক্লোনি, পুলিশ ফাঁড়ি, জয়নাল মার্কেট, খাঁন পাড়া, সহ আশে পাশের এলাকা গুলোর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা উন্নয়নের আশায় তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু প্রকল্পের অগ্রগতি এতোটাই ধীর গতিতে এগোচ্ছে যা দেখে তারা হতাশায় দিন কাটাচ্ছেন। বিশেষ করে বর্ষার সময় কাদা ও জলাবদ্ধতার কারণে পথ চলা কঠিন হয়ে পড়েছে। শিশুদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া দুর্ভোগের হয়ে দাঁড়িয়েছে।

 

এক্ষেত্রে প্রকল্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রতি এলাকাবাসীর প্রত্যাশা,অত্র এলাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ গুরুত্বের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব  সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কাজের গতি বাড়ানো হোক এবং যথা সময়ের মধ্যে কাজ শেষ করে এলাকাবাসিকে স্বস্তির নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করা হোক। সেনাবাহিনী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত থেকে যথা সময়ে সঠিক ভাবে প্রকল্পের কাজ শেষ করেছেন তাই সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে জনদুর্ভোগ খুব দ্রুত শেষ হবে সেই অপেক্ষায় আছে এলাকার সর্বস্তরের জনগণ।

 

এদিকে, স্থানীয় প্রশাসনের এক সূত্র জানিয়েছেন যে, প্রকল্পের কাজের ধীরগতি বিভিন্ন কারণে ঘটছে, যার মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্মাণ সামগ্রী সরবরাহের সমস্যা অন্যতম।

 

দক্ষিণখানের রাস্তা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে না গেলে স্থানীয় জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে যদি কাজের গতি বাড়ানো যায়, তবে এলাকাবাসী আশা করেন তাদের সমস্যার দ্রুত সমাধান হবে।