ফ্রান্সে করোনা ‘য় আক্রান্তের নয়া রেকর্ড

ফ্রান্সে করোনা

নিউজ ডেস্কঃ ফ্রান্সে প্রাত্যহিক হিসেবে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে (ফ্রান্সে করোনা) গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের ভাইরাস সনাক্ত হয়েছে। কভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর এ সংখ্যা সর্বোচ্চ।

 

সংক্রমণ বেড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ায় এক্ষেত্রে দ্বিতীয় দিনের মতো এ রেকর্ড সৃষ্টি হলো।
করোনাভাইরাসে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ক্রিসমাসের ছুটি শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ফ্রান্সে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার ১৭৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৫৪ জন জরুরি সেবা ইউনিটে রয়েছে। মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২২ হাজার ৪৬২ জন প্রাণ হারিয়েছে।

 

এদিকে ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৭৬.৫ শতাংশ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে এবং দেশটির (ফ্রান্সে করোনা) ৬ কোটি ৭৪ লাখ বাসিন্দার প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বুস্টার ডোজ নিয়েছে। শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্কদের উভয় ডোজ ভ্যাকসিন নেয়ার ৩ মাস পর তাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে।

 

২৪ ঘন্টায় করোনায় ৩৪ জন মারা গেছেন, নতুন আক্রান্ত ৩,৫০৪

দেশে করোনা শনাক্তের ১১২তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন।
গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬৯৫ জন।

শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৬৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৬৮ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।Read more.