টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের ইয়াসির শাহ। এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্টে শাহর প্রথম সেঞ্চুরিতে দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছে সফরকারী পাকিস্তান।
বোলার হিসেবে পরিচিত ৩৩ বছর বয়সী শাহর ৩৬ টেস্ট ক্যারিয়ারে এরআগে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪২ রান।
তবে দুর্ভাগ্য অধিনায়ক বাবর আজমের। ইয়াসির-বাবর ১০৫ রানের জুটি গড়লেও সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে যান বাবর।
মোহাম্মদ আব্বাসের যথার্থ সাপোর্ট পেয়ে নিজের প্রথম অর্ধশত পূরণ করা ইয়াসির শেষ পর্যন্ত ১৯২ বল মোকাবেলায় ১২টি বাউন্ডিারির সাহায্যে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে মাটিতে চুমু খান ইয়াসির।
মার্নাস লাবুশেনের বলে স্টিভ স্মিথ ক্যাচ নিতে ব্যর্থ হলে ব্যক্তিগত ৩৩ রানে জীবন পান ইয়াসির।
এরপর লাবুশেন নিজের বলে ক্যাচ নিতে ব্যর্থ হলে ব্যক্তিগত ৪৩ রানে দ্বিতীয়বার জীবন পান ইয়াসির।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৫৮৯ রানের জবাবে ৩০২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস।