ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ; ৩৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনোশয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্পে (ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প) কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এতে একটি হাসপাতাল একেবারে ধসে পড়ে এবং আরো অনেক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়।

 

খবরে বলা হয়, রিখটার স্কেলে ৬.২ মাত্রার এ ভূমিকম্পের আঘাতে আরো কয়েকশ’ মানুষ আহত হয়েছে। এতে দ্বীপের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আড়াই বছর আগে এ দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট সুনমিতে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়।

 

স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান আলী রহমান বলেন, ‘আমাদের হাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পের ঘটনায় মামুজু নগরী থেকে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এ সংখ্যা আরো বাড়তে পারে।’ আল রহমান বলেন, ‘অনেকের লাশ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে।’

 

এদিকে জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, পশ্চিম সুলাওয়েসি প্রদেশের মামুজু নগরীর দক্ষিণের একটি এলাকায় ভূমিকম্পের (ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প) আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এনিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ায়। ভূমিকম্পে একেবারে ধসে পড়া মামুজি হাসপাতালে উদ্ধার কর্মীরা অনুসন্ধান অভিযান চালাচ্ছে। সেখানে এক ডজনেরও বেশি রোগি ও স্টাফ আটকা পড়ে রয়েছে।

Related Post:
চিলিতে সহিংস বিক্ষোভের পর প্রেসিডেন্টের জরুরি অবস্থা জারি