
গাজীপুর জেলার কালীগঞ্জের ফুলদী (মিয়া পাড়া) নিবাসী মরহুম নুরুদ্দিন ডাক্তারের স্নেহধন্য পুত্র, মরহুম এডভোকেট সোয়েব খানের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান ও সাজ্জাদ হোসেন খান রিপনের মামা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান নাজিম (৭৫ বছর বয়সে) ৮ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬-১৭ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম নাজিম উদ্দিন খান নাজিমের নামাজে জানাজা ০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বাদ জোহর জনতা উচ্চ বিদ্যালয়, ফুলদী মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান নাজিমের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো।
এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।