রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার রাতে র্যাব সদস্যরা পৃথক দু’টি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার রাতে রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাব সদস্যরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পক্ষ থেকে রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।