জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নে আজ সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (২৬) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত হোসেন সুজন উপজেলার চর ফকিরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির অজি উল্যাহর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে সুজন মোটর সাইকেল চালিয়ে চাপরাশিরহাট বাজারে যাওয়ার সময় স্থানীয় মোল্লারদোকান সংলগ্ন জায়গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।